শিরোনাম

বাউফলে আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।

 


জাহিদ শিকদার, পটুয়াখালী।


পটুয়াখালীর বাউফলে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার  ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার তাঁতেরকাঠী  মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল  খেলা অনুষ্ঠিত  হয়। 

স্থানীয় যুব সমাজের আয়োজনে  এ খেলায় উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৮ টি দল অংশ নেয় পরে  ছয়হিস্যা কিংস এবং রামনগর ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের  মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে ০-১  গোলের ব্যবধানে রামনগর ব্রাদার্স স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ছয়হিস্যা কিংস  রানার্সআপ হয়। 

খেলা শেষে ব্রাইট ক্যারিয়ার সার্ভিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ও এ এম আর ওভারসিজ লিমিটেড এর চেয়ারম্যান রিয়াজ আকন এর অর্থায়নে চ্যাম্পিয়ান রামনগর ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে ৪২ ইঞ্চি ও রানার্সআপ ছয়হিস্যা কিংসকে ৩২ ইঞ্চি  এলইডি টিভি ও ট্রফি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

এ সময় তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খেলা পরিচালনা কমিটির সভাপতি শাহানুর রহমান বাচ্ছুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, অরটেক্সট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ খাঁন, বাবলু মৃধা, মনিরুল ইসলাম হাওলাদার, হাসান মল্লিক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই