শিরোনাম

সেনাকুঞ্জে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দিলো তিন বাহিনী

 



সশস্ত্র বাহিনীর চৌকস দল ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে গার্ড অব অনার দিয়েছে।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিতিতে রোববার (১৫ ডিসেম্বর) সকালে সেনাকুঞ্জে তাকে এ গার্ড অব অনার দেয়া হয়।

এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বৈঠক করবেন এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন।

একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে দুদেশের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং ফরেন অফিস কনসালটেশনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুদেশের সরকার প্রধান যৌথ প্রেস ব্রিফিং করবেন।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধও পরিদর্শন করবেন রামোস হোর্তা। এদিন বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিমুর-লেস্তের প্রেসিডেন্ট।

কোন মন্তব্য নেই