বগুড়ার আওয়ামীলীগ নেতা ও তার স্ত্রীকে ঢাকা থেকে গ্রেফতার
জুলাই গনহত্যাসহ ১২ মামলার এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি তেজগাঁও টিম।
বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী সাবেক জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য লিপি আক্তারকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
জুলাই গনহত্যাসহ ১২ মামলার এজাহার নামীয় আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান (শফিক) কে স্ত্রী সহ ঢাকা হতে গ্রেফতার।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সুমন রঞ্জন সরকার। বুধবার ১৮ ডিসেম্বর ৯ টা ৩০ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। এ সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান। আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে ১৮ ডিসেম্বর আজ রাত ৮ টার সময় ডিএমপির ডিবি তেজগাঁও টিম গ্রেফতার করেন।
বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বগুড়ায় আনতে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিম শেখান থেকে আনতে যাচ্ছেন।
উল্লেখ্য, আবু সুফিয়ান (শফিক) এর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় জুলাই -আগস্টের একাধিক গনহত্যা মামলাসহ মোট ১২ (বার) টি মামলা রয়েছে। এছাড়া তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি।
কোন মন্তব্য নেই