শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উদযাপন।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
আজ ১৪ ই ডিসেম্বর ২০২৪, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন,শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার,জনাব মোঃ কামরুজ্জামান।
তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাহজাদপুর যুব উন্নয়ন অফিসার, এস এম মনিরুজ্জামান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত হোসেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ, মোঃ আসলাম আলী। সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাদের বুদ্ধিবৃত্তিক অবদান এবং দেশপ্রেমের চেতনাকে পরবর্তী প্রজন্মের মাঝে ছরিয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ বেলাল হোসেন।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এবং অমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উলেক্ষ্য, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। এদিন জাতি প্রতি বছর গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেন।

কোন মন্তব্য নেই