শাহজাদপুরে আগাম শীতকালীন সবজি চাষ করে লাভবান কৃষকেরা।
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরের উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের পুরাণ টেপরি গ্রামে শতাধিক পরিবারই হলো কৃষক। প্রায় ১০ বছর ধরে কৃষকেরা বাণিজ্যিক ভাবে নিজস্ব জমিতে দেশীয় পদ্ধতিতে মৌসুমি টমেটো, শিম, বরবটি, করলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ, ঝিঙ্গা, বেগুনসহ নানা প্রকার সবজি চাষ করে লাভবান কৃষকেরা। টেপরি গ্রামে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবজি চাষের পরিমাণ।
এক সময় এই গ্রামের লোকজন ধান চাষের উপর নির্ভর ছিল। ঝড়, বৃষ্টি, বন্যাসহ নানা প্রতিকুলতায় প্রতি বছর ধান চাষে লোকসান হওয়ায় ধান চাষ ছেড়ে দিয়ে সবাই সবজি চাষে মোনযোগী হন। শাক সবজি চাষে কম শ্রমে বেশি লাভ হওয়ায় নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করে এখন অনেকেই লাখপতি হয়েছেন।
এছাড়াও অনেকেই নিজেদের অভাব অনটন ঘুছিয়েছেন। বর্তমানে এখানকার সবজি এই উপজেলার চাহিদা মিটিয়ে জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। সবজি বিক্রিতে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকেরা। পুরাণ টেপরি গ্রামে সবজি চাষ করে না এমন পরিবার খুজে পাওয়া দুস্কার। পুরাণ টেপরি গ্রামটি সবজি গ্রাম নামে উপজেলার মধ্যে ব্যাপক পরিচিত লাভ করেছে।
কৃষি সম্প্রসারণ অফিসার মো. নাহিদুল ইসলাম বলেন, শাহজাদপুর উপজেলায় গত অর্থ বছরে ৮০০ হেক্টর জমিতে শাক সবজির লক্ষ্যমাত্রা ছিল। গত বছর ৮০০ হেক্টর অর্জিত হয়েছে। এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৮০০ হেক্টর। তবে এ বছর প্রায় ১০০৫ হেক্টর জমিতে শাক সবজির আবাদ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে প্রায় ১৬৫ হেক্টর জমিতে বেগুন চাষ করা হয়েছে।
ফুল কপি প্রায় ৭৫ হেক্টর জমিতে, বাঁধাকপি প্রায় ৪০ হেক্টর জমিতে। এছাড়াও লাউ, মুলা, লালশাক, এগুলো গত বছর ১০ হেক্টর, এ বছর ২৫ হেক্টর প্রায় ১৫ হেক্টর জমিতে বৃদ্ধি পেয়েছে। আমাদের একান্ত প্রচেষ্টায় আমাদের মাঠকর্মীদের একান্ত প্রচেষ্টায় শাহজাদপুর উপজেলায় আমরা শাক সবজিতে আরও সমৃদ্ধ হওয়ার চেষ্টায় আছি।
কোন মন্তব্য নেই