শিরোনাম

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয় মেলা অনুষ্ঠিত।

 


মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।



সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয় মিলা অনুষ্ঠিত হয়েছে।

১৬ই ডিসেম্বর সোমবার, সকালে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার আয়োজন করা হয়। মহান বিজয় দিবসের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় , এবং শাহজাদপুর শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দদের জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং বিজয় মেলা ও চারু, কারু প্রতিযোগিতায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। মহান বিজয় দিবস ও বিজয় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর ভূমি অফিসার মোঃ মুশফিকুর রহমান ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ বিল্লাল হোসেন। ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃশারমিন আলম। এ সময় অতিথিরা দিনব্যাপী বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উক্ত বিজয় মেলায় চারু, কারু প্রতিযোগিতা ও স্টলে স্থানীয় উৎপাদিত পণ্য রাখা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের কে বাংলাদেশ পুলিশ ও আনছার বাহিনীর পক্ষ থেকে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয় ও রংধনু মডেল স্কুলের ছাত্রীদের নিত্য উপভোগ করেন।

কোন মন্তব্য নেই