রোহিঙ্গাদের ফেরাতে ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মন্তব্য করেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে।
রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে রোববার (২২ ডিসেম্বর) সকালে বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন: অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে।বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসেবে ব্যবসা-বাণিজ্যের দ্বার আরও উন্মোচন করবে।
এসময় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান ভূমিকা রাখবে।
কোন মন্তব্য নেই