বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বগুড়ায় 15 কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকালে শহরের মাটিডালী বিমানমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাত নাওডাংগা এলাকার হাতিম আলীর ছেলে শাহাজাদা
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পনের কেজি গাঁজাসহ শাহাজাদা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই