বগুড়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
১৪ ডিসেম্বর রাত্রি ৮ টার সময় বগুড়া সদর থানাধীন মালতিনগর এলাকার শিশু মঙ্গল মোড়ের দক্ষিণ পূর্ব পাশে বেক্সটার ফার্মার ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
১৫ ডিসেম্বর রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি'র একটি টিম অবিযান চালিয়ে ১টি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ৪ (চার) রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে জেলার গোয়েন্দা শাখা সক্রিয় রয়েছে।
কোন মন্তব্য নেই