মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে যা জানালো বিএনপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটাই সুস্থ আছেন। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।
শায়রুল কবির জানান, শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল। কথা বলার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। মির্জা ফখরুলের সঙ্গে আছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।
সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Reviewed by Chief TV
on
ডিসেম্বর ১৬, ২০২৪
Rating: 5

কোন মন্তব্য নেই