শিরোনাম

জনতা ব্যাংকের কর্মকর্তাদের ক্ষোভ-বিক্ষোভে ব্যাহত হচ্ছে ব্যাংকিং সেবা

 



 জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে প্রায় পনের দিন যাবত সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত নির্বাহী/কর্মকর্তারা অবস্থান কর্মসূচী পালন করছেন। জনতা ব্যাংক ভবনের সামনে এ ধরনের ঘটনা খুবই বিরল ও অমানবিক ।

ব্যাংকিং খাতে চরম বৈষম্য সৃষ্টিকারী অর্থ মন্ত্রণালয় কর্তৃক ০৩ জানুয়ারি ২০২৩ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এবং এর মাধ্যমে চলমান প্রমোশন কার্যক্রম স্থগিত করে জিএম পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন স্ব স্ব ব্যাংকে পুনর্ন্যস্তকরণ এবং সকল গ্রেডে পদোন্নতি বৈষম্য দূরীকরণের দাবী জানিয়ে জনতা ব্যাংক পি এল সি এর প্রধান কার্যালয়ের সামনে লাগাতারএ অবস্থান কর্মসুচী পালন করছেন ব্যাংকের সর্বস্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির এক এবং অভিন্ন নিয়োগ পরীক্ষার মাধ্যমে ব্যাংকে যোগদান করে একটি ব্যাংকের ৪/৫ জন এমডি, ১২/১৫ জন ডিএমডি এবং প্রায় সকলে জিএম পদে পদোন্নতি পেয়েছেন। কিন্তু জনতা ব্যাংকের কর্মকর্তাগণ যোগ্যতার কোন ঘাটতি না থাকা সত্ত্বেও সর্বোচ্চ ডিজিএম, অনেকে এজিএম, এসপিও এমনকি পিও পদেও কর্মরত আছেন। প্রায় সকল গ্রেডেই এরূপ বঞ্চিত নির্বাহী/কর্মকর্তা রয়েছেন।

২০২৩ সালে জারিকৃত উক্ত প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য ব্যাংকের কর্মকর্তাগণ জিএম হিসেবে জনতা ব্যাংকের পদ দখল করছেন, জুনিয়ররা এসে সিনিয়রদের বস হবেন। এতে কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে যা বর্তমান সরকারের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় হবে সুনিশ্চিতভাবে।

মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনতা ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান এবং এমডি বরাবর জনতা ব্যাংকের বঞ্চিত এসব নির্বাহী কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সময়ে আবেদন করেছেন।

 এ বিষয়ে ইতোমধ্যে অনেকগুলো জাতীয় দৈনিকে রিপোর্ট প্রকাশিত হয়েছে। এগুলো আমলে না নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক তৎকালীন সরকারের উদ্দেশ্যমূলক প্রজ্ঞাপন অনুযায়ী প্রমোশন দেয়া নিয়ে জোর কার্যক্রম চালাচ্ছে। ফলে ইতোমধ্যে বৈষম্যের শিকার জনতা ব্যাংকের সকল স্তরের নির্বাহী কর্মকর্তারা প্রমোশন বঞ্চিত হচ্ছেন এবং আরো বৈষম্যের শিকার হতে যাচ্ছেন যাচ্ছেন।

এ কার্যক্রম বন্ধ করাসহ অর্থমন্ত্রণালয়ের ধ্বংসাত্মক প্রজ্ঞাপন বাতিল, অন্য ব্যাংক থেকে জিএম পদায়ন বন্ধকরন, চুক্তিভিত্তিক নিয়োগ না দেয়ার জন্য জনতা ব্যাংকের সর্বস্তরের নির্বাহী কর্মকর্তাগণের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, চলবে। তারা জানিয়েছেন, এটা তাদের অস্ত্বিত্বের প্রশ্ন।

ব্যাংকে কর্মরত দুইটি অফিসার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে কর্মসূচির সাথে একাত্মতা পোষণ ও সমর্থন ব্যক্ত করে তারা কর্মসূচিসমূহে অংশগ্রহন করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিজিএম তৌহিদা আফরোজ, জাতীয়তাবাদী অফিসার কল্যান সমিতির সভাপতি জনাব সাইফুল আবেদীন সেলিম ও মোঃ শাহজাহান, কার্যকরী সভাপতি এস এফএম মনির হোসেনসহ আরো অনেকে ।

কর্মসূচীতে অংশগ্রহণকারীগণ বর্তমান বৈষম্যবিরোধী সরকারের কাছেনিম্নরূপ দাবী পেশ করেন:

 অন্য ব্যাংক হতে এ ব্যাংকে কোন জিএম পদায়ন করা যাবে না।
বৈষম্য সৃষ্টিকারী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২৩ জানুয়ারী ২৩ইং তারিখের প্রজ্ঞাপনের আওতায় পদোন্নতির বিদ্যমান কার্যক্রম বন্ধ করা এবং উক্ত প্রজ্ঞাপন বাতিলপূর্বক জিএম স্তরের নির্বাহীদের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন স্ব-স্ব ব্যাংকে পুনঃন্যাস্ত করতে হবে।

সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি বৈষম্য দূর করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নিয়মিত পদের বিপরীতে সকল ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে এবং নতুন ভাবে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করতে হবে।


কোন মন্তব্য নেই