বাঘাবাড়ি নৌবন্দরে শ্রমিকদের কর্মবিরতি কার্যক্রম স্থবির Chief TV News
মোঃ তারেক রহমান রিপোর্টার
চাঁদপুরে জাহাজে ৭ নাবিক খুনের প্রতিবাদে উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশের ন্যায় বৃহস্প্রতিবার মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু হয়।
এতে বাঘাবাড়ি নৌবন্দরে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চাঁদপুরে এমভি আল বাখেরা জাহাজের ৭ নাবিক খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি, নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপ‚রণ প্রদান ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে নৌ শ্রমিকদের দাবী। বাঘাবাড়ি লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু দাউদ মাস্টার বলেন, একজন ব্যক্তির পক্ষে একটা জাহাজ চালানো সম্ভব না। এ মর্মান্তিক খুনের ঘটনা পরিকল্পিত।
এর পেছনে আরো কেউ থাকতে পারে এবং তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। লেবার এজেন্ট দুলাল হোসেন বলেন, নৌশ্রমিকদের ডাকা কর্মবিরতিতে বাঘাবাড়ি নৌবন্দরে কোনো জাহাজ এখন আসছে না। এতে প্রায় ৭’শ লেবার বেকার হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এ বিষয়ে বাঘাবাড়ি বিআইডবিউটিএর উপ-পরিচালক আসাদুজ্জামান সাংবাদকিদের বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে তারা যে সিদ্ধান্ত নিবে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
কোন মন্তব্য নেই