শিরোনাম

নওগাঁয় এক টাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ



 

এ কে নোমান : নওগাঁ।


তীব্র শীতে নওগাঁর হতদরিদ্র এবং মধ্যবিত্ত শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস প্যানেল’। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল পাঁচটায় নওগাঁ শহরের মুখ বধির স্কুল প্রাঙ্গণে ৮০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিশেষ উদ্যোগ হিসেবে সংগঠনটি এক টাকার বিনিময়ে এই শীতবস্ত্র বিতরণ করেছে।

অনুষ্ঠানে, সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, মানস চৌধুরী, সভাপতি রিমন আলী, সাধারণ সম্পাদক আলী হাসান, সদস্য সাজিদ হাসান, মানব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ফ্রেন্ডস প্যানেলের উপদেষ্টা আব্দুল মান্নান বলেন, “আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা শীতে কষ্ট পান, কিন্তু প্রকাশ্যে সাহায্য চাইতে পারেন না। আমরা চাই, তাদের জন্য সম্মানের সঙ্গে সহযোগিতা পৌঁছে দিতে। এক টাকার বিনিময়ে কম্বল বিতরণের উদ্যোগের মূল উদ্দেশ্য এখানেই।”

জানা যায়, ফ্রেন্ডস প্যানেল প্রতিষ্ঠার পর থেকে ১২৮ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শুক্রবার তারা এক টাকার বিনিময়ে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে। এছাড়া রমজান মাসে অসহায় মুসলমানদের মাঝে ইফতারি সামগ্রী এবং বিভিন্ন পূজা-পার্বণে হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার সামগ্রী বিতরণ করে । এছাড়াও নানা সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকে । 


কম্বল পেয়ে উপস্থিত শীতার্ত ব্যক্তিরা বলেন, “এই শীতে বাহিরে বের হওয়া কঠিন হয়ে গেছে। শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট হচ্ছিল। এখানে কম্বল পেয়ে শীত কাটানোর কিছুটা স্বস্তি পেলাম। এই সংগঠনটি যেভাবে আমাদের মতো দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

ফ্রেন্ডস প্যানেলের এই উদ্যোগ নওগাঁর শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা এবং আশার আলো জ্বালিয়েছে। তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রম নওগাঁর অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের জন্যও অনুপ্রেরণার উৎস হতে পারে। সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষই যদি এমন উদ্যোগে অংশ নেন, তাহলে কোনো শীতার্ত মানুষকে আর কষ্ট করতে হবে না।

কোন মন্তব্য নেই