শিরোনাম

৯ নং জয়কা ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী ও নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলায় ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন।


 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)


বিএনপি’র নেতাকর্মী ও নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে শওকত কবির খোকন নামের এক আইনজীবীর বিরুদ্ধে।


রোববার বিকাল ৩টায় কিশোরগঞ্জ এর করিমগঞ্জ উপজেলা জয়কা ইউনিয়নের নানশ্রী ফিসারী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা এ অভিযোগ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যখন মামলা হয়েছে তখন জেলা-উপজেলা গুলোতেও আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত নেতা কর্মীদের নামে মামলা হয়। আর এ সুযোগে কিশোরগঞ্জ এর করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের নিরীহ কিছু মানুষকে র্পূব শত্রুতার জের ধরে করা হয়েছে মামলার আসামি। বাদ যায়নি ওই গ্রামের বিএনপির নেতা-কর্মীরা ও।


মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী জানান এর নেপথ্যের মুল কারিগর অ্যাডভোকেট শওকত কবীর খোকন । মামলায় আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত করে তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করছে এ আইনজীবী। যে মামলায় আসামি করা হয়েছে ওই এলাকার মানুষকে, সে মামলার বাদি রাফিউল আলম চিনেন না এসকল আসামিদের। এ মর্মে একটি এফিডেভিটও দিয়েছেন মামলার বাদী রাফিউল করিম।


মানববন্ধনে অংশগ্রহণ কারী নেতা কর্মী ও সাধারণ জনতা বলেন অনতিবিলম্বে নিরাপরাধ ব্যক্তিদের মামলা থেকে অব্যহতি দিয়ে আইনজীবী মোঃ-শওকত কবির খোকনের বিচারের দাবি জানান।
এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নিরীহ বাসিন্দারা।

কোন মন্তব্য নেই