আয়রন ডোম’ নির্মাণের ঘোষণা ট্রাম্পের - Chief TV News
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চান। তিনি ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নির্মাণে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের নতুন করে চারটি নির্বাহী আদেশের মধ্যে একটি হলো আয়রন ডোম নির্মা। খবর আলজাজিরার।
সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্প তার দক্ষিণ ফ্লোরিডার গল্ফ রিসোর্ট, ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইন প্রণেতাদের এক সম্মেলনে ভাষণ দেন। যেখানে তিনি সন্ধ্যায় নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে মার্কিন সামরিক সম্পদ আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি ব্যাখ্যা করে বলেন, প্রথমটি হলো অবিলম্বে একটি অত্যাধুনিক আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল নির্মাণ শুরু করা যা আমেরিকানদের সুরক্ষা দেবে।
ট্রাম্প বলেন, ‘আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। এজন্য কিছুক্ষণের মধ্যেই, আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব।’
তিনি আরও বলেন, আরও দুটি আদেশের লক্ষ্য হবে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) উদ্যোগ অপসারণ করা এবং আমাদের সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শকে বাদ দেয়া।
চতুর্থ আদেশে কোভিড-১৯ মহামারি চলাকালীন নিয়মকানুন মেনে চলতে অস্বীকৃতি জানানোর জন্য বরখাস্ত হওয়া চাকরিজীবীদের কাজে পুনর্বহাল করা হবে। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে প্রায় ৮,০০০ সদস্যকে এই কারণে বরখাস্ত করা হয়েছিল।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে মারাত্মক যুদ্ধ বাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করার জন্য ট্রাম্প এই পদক্ষেপগুলোকে প্রয়োজনীয় বলে মনে করেন।
কর্মকর্তাদের মতে, ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করেছেন, যার মধ্যে মোট ৪২টি আদেশ, স্মারকলিপি এবং ঘোষণাপত্র রয়েছে।
২০ জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের নেয়া নির্বাহী পদক্ষেপগুলোর সঙ্গে নতুন চারটি আদেশ যুক্ত হলো।
কোন মন্তব্য নেই