দাঙ্গাকারীদের ট্রাম্পের ক্ষমা লজ্জাজনক : ন্যান্সি পেলোসি Chief TV News
ক্যাপিটল হিলে দাঙ্গার সঙ্গে জড়িত প্রায় ১ হাজার ৬০০ জনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এমন সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন সেই সময়কার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
ন্যান্সি পেলোসি নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, তাঁর এমন সিদ্ধান্ত দেশের বিচার ব্যবস্থার প্রতি জঘন্য অপমান এবং ক্যাপিটল হিল, কংগ্রেস, সংবিধানকে রক্ষা করতে গিয়ে যারা (পুলিশ) শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হয়েছিলেন, তাঁদের জন্যও অবমাননাকর।
ট্রাম্পের এমন সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে ন্যান্সি পেলোসি বলেন, সেদিন যারা (পুলিশ কর্মকর্তা) জীবন বাজি রেখে কাজ করেছেন, তাঁদের প্রতি এটি বিশ্বাসঘাতকতা।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সত্যায়ন প্রক্রিয়া চলছিল। এ জন্য সিনেট ও কংগ্রেসের যৌথ অধিবেশন ডাকা হয়েছিল। ওই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় সে সময়ের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক হাজার সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল।
কোন মন্তব্য নেই