শিরোনাম

কটিয়াদী ধনকীপাড়া নতুন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জনাব আসাদ মিয়ার দোকানের ডাকাতি Chief TV News

 


মোহাম্মদ রুস্তম আলী কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলা ধনকীপাড়া নতুন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জনাব আসাদ মিয়ার দোকানের ডাকাতি করছে একদল। আনুমান রাত ৮ টা দিগে একদল ডাকাত সব কিছু ধনকীপাড়া নতুন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জনাব আসাদ মিয়ার দোকানের থেকে লুটপাট করে নিয়ে যায়। ব্যবসায়ী জনাব আসাদ আলী বলেন আমি ২৭,৫০০ হাজার টাকা নিয়ে যায় একদল ডাকাত, এখন আমার সংসার কেমনে চালাবো,এই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে আমার সংসার চলতো,এখন আমার না খেয়ে থাকতে হবে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন ৪নং ওয়ার্ড ধনকীপাড়া সভাপতি বিএনপি মোকারাম হোসেন লিটন এবং আমাদেরকে জানানো এই বিষয়টি।


কোন মন্তব্য নেই