লালমনিরহাটে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন Chief TV News
উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে আবারও জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার দাপটে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। গত কয়েকদিন ধরে সূর্যের আলোর কোন দেখা মিলছে না। দিনভর হেড লাইট জালিয়ে যানবাহন চলাচল করছে।
গত কয়েকদিন ধরে হিমেল হাওয়া ও ঝিরঝির বৃষ্টির মতো পড়ছে কুয়াশা জেলাটিতে। হাসপাতালগুলোতে সর্দি, কাশি জ্বরসহ শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিস্তা ও ধরলা নদীবেষ্ঠিত এ জেলার ৭২টি চরাঞ্চলের মানুষজন পড়েছে চরম বিপাকে।
জেলায় সরকারিভাবে জেলা ও উপজেলা প্রশাসন শীতার্ত দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করছেন তবে প্রয়োজনের তুলনায় সেগুলোর অপ্রতুল।
আজন বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশার কারণে যবুথবু হয়ে পড়েছেন নিম্ন আয়ের ছিন্নমুল মানুষ।
কোন মন্তব্য নেই