ছাত্রদলের্ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। Chief TV News
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত৩/১/২৫ ইং রোজ শুক্রবার বিকাল তিনটায়। জেলা ছাত্রদলের আয়োজনে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো.শরীফুল আলম। খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
এছাড়াও অন্যআন্যদের মাঝে খেলায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক,শ্রমিক দলের সভাপতি মো: সালাউদ্দিন বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, মহিলা দল সভানেত্রী এ্যাড: কবিতা,মাহমুদা খানম, জাসাস সভাপতি ইফতেখারুল ইসলাম বাবুল সহ জেলা,উপজেলা, ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। খেলায় দুটি দল অংশগ্রহণ করে,একটি হলো জেলা ছাত্রদলের সাধারণন সম্পাদক ফেরদৌস নেভিন এর লাল দল এবং ছাত্রদল সভাপতি মো: মারুফ মিয়ার সবুজ দল অংশ নেয়। পরে খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়।
কোন মন্তব্য নেই