শিরোনাম

নয়াপল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে - Chief TV News

 


রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন লাগে বলে জানায় স্থানীয়রা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পল্টন জামান টাওয়ারের ৪র্থ ও ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ জন পুরুষকে উদ্ধার করা হয়েছে।

ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিলো। তবে, ৫টি ইউনিটের কাজ করতে হয়নি। ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে ৭টা ৩৫ মিনিতে। এখনও ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে। মোট ৯টি ইউনিট কাজ করছে।

কোন মন্তব্য নেই