কাজিপুরে দলীয় প্রভাবে মার্কেট নির্মানের অভিযোগ - Chief TV News
কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
ফ্যাসিবাদী পতিত আওয়ামিলীগ নেতাকর্মীদের সহযোগীতায় জোর পুর্বক জমি দখল নিয়ে মার্কেট নির্মানের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে কাজিপুর উপজেলার চালিতাডাংগা ইউনিয়নের শিমুলদাইর বাজারে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায় ।
চালিতাডাংগা ইউনিয়নের শিমুলদাইর গ্রামের আসমত আলীর পুত্র মোন্নাফ গংদের শিমুলদাইর বাজারে অবস্থিত গাড়াবের মৌজার আর এস ১৬৫১ নং খতিয়ান ভুক্ত ৪৯৪৫ ও ৪৯৪৭ নং দাগের মোট ৯ শতক জমি একুই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ শাজাহান আলী গংরা বিগত আওয়ামিলীগ সরকারের স্থানীয় নেতাকর্মীদের সহযোগীতায় জোর পুর্বক মার্কেট নির্মাণ করেছে।
এমনকি জমির প্রকৃত মালিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে এ বিষয়ে শিমুলদাইর বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক
মোঃ সুলতান আহম্মেদ জানান নালিশী জমির দুই দাগে মোট ৯ শতক জমির মালিক মোট ৭জন। উক্ত মার্কেটের মালিক শাহজাহান আলী গংরা ৭ অংশের এক অংশ মালিক ইসমাইল হোসেন এর নিকট থেকে ক্রয় করে ১.২৮ শতক এবং বিগত আওয়ামিলীগ সরকারের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় ৯ শতক দখলে নিয়ে মার্কেট নির্মাণ করেছে । ভুক্ত ভোগী মোন্নাফ গংরা জানান এ বিষয়ে ইতি পুর্বে বার বার শালিসী দেন দরবার হয়েছে কিন্তুু আওয়ামী দলীয় প্রভাবের কারনে সমাধান করা সম্ভব হয় নাই । উপরন্ত জমির প্রকৃত মালিকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে শাহজাহান আলী গংরা ।
অপরদিকে অভিযুক্ত শাজাহান আলী জানান জমির মালিকেরা পরস্পর আত্নীয় স্বজন জমি ক্রয়কালীন সময়ে মোন্নাফদের কোন অভিযোগ নাথাকায় সমবন্টন হিসেবে ক্রয় করে মার্কেট নির্মাণ করেছি।
দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে এবং প্রকৃত মালিকদের দখল পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী পরিবার মোন্নাফ ও বাবু গংরা ।
কোন মন্তব্য নেই