পলাশে যুবদল-ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। -Chief TV News
পলাশ(নরসিংদী)প্রতিনিধি
নরসিংদীর পলাশে সাবেক ছাত্রনেতা মকবুল মোরশেদ রতন ও ঘোড়াশাল পৌর যুবদলের সদস্য সচিব শাহিন বিন ইউসুফ এর উপর হামলা র ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় পলাশ উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিএনপি নেতাকর্মীসহ এলাকার শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
জানা যায় গত ২৭ জানুয়ারি ঘোড়াশাল সাদ্দাম বাজারের উচ্ছেদকৃত জমি পুনরায় দখল করতে এসে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিনের নেতৃত্বে ৬০/ ৭০ জন সহস্র সন্ত্রাসী বাহিনী সাবেক যুবদল নেতা মকবুল মোরশেদ রতন ও পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফ এর উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
কোন মন্তব্য নেই