শিরোনাম

পলাশে যুবদল-ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। -Chief TV News

 



পলাশ(নরসিংদী)প্রতিনিধি


নরসিংদীর পলাশে সাবেক ছাত্রনেতা মকবুল মোরশেদ রতন ও ঘোড়াশাল পৌর যুবদলের সদস্য সচিব শাহিন বিন ইউসুফ এর উপর হামলা র ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টায় পলাশ উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিএনপি নেতাকর্মীসহ এলাকার শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন।কৃষক দলের সভাপতি লোকমান হোসেন।ঘোড়াশাল সাদ্দাম বাজারের সভাপতি সোহেল হোসেন।প্রমূখ।
জানা যায় গত ২৭ জানুয়ারি ঘোড়াশাল সাদ্দাম বাজারের উচ্ছেদকৃত জমি পুনরায় দখল করতে এসে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিনের নেতৃত্বে ৬০/ ৭০ জন সহস্র সন্ত্রাসী বাহিনী সাবেক যুবদল নেতা মকবুল মোরশেদ রতন ও পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফ এর উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।


কোন মন্তব্য নেই