রাজধানীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আহত - Chief TV News
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তাদের ১৪ বছরের মেয়ে গুরুতর আহত হন।
সোমবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল জব্বার ও তার স্ত্রী রুনা আক্তার।
তাদের মেয়ে জুঁই আক্তার আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নিহতরা রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকার বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ইরফান জানান, সকাল বেলা রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুনা আক্তার মারা যান এবং পরে আব্দুল জব্বারও মারা যান।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই