গোবিন্দগঞ্জে ট্রাকসহ মহিষ ছিনতাই মামলার ৩জনকে আটক - Chief TV News
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ট্রাকসহ মহিষ ছিনতাই মামলায় (৪০/২০২৫) অভিযুক্ত ৩ আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি, ২০২৫) ভোর রাত চারটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পিছন থেকে শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় গোবিন্দগঞ্জ থানার এসআই মানিক রানার নেতৃত্বে একটি অভিযানিক টিম বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি-ছিনতাই মামলায় অভিযুক্ত ৩জনকে আটক করে ।
আটক ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাজু মিয়া (৩৭), আ. রশিদের ছেলে আব্দুল আলীম (২৮) ও ভাগকোলা গ্রামের আনারুল ইসলামের ছেলে রাসেল মিয়া (১৯)।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জানুয়ারি) কুড়িগ্রাম জেলার যাত্রাপুর হাট থেকে বাদী ও সঙ্গীয় ব্যবসায়ী মোস্তফা, নাছির প্রত্যেকে ৩টি করে মোট ৯টি মহিষ ক্রয় করে। মহিষগুলো রাজশাহী সিটি হাটে বিক্রির উদ্দেশ্যে ট্রাক (রেজি: নম্বর ঢাকা-ড-১৪-৭৬৭১) ড্রাইভার একরামকে ভাড়া করে। এদিন রাত ১০টার দিকে স্থানীয় রাখাল খলিলুর রহমানকে সাথে নিয়ে মহিষগুলো ট্রাকে করে যাত্রা শুরু করে। রাত আড়াইটার দিকে (২৬ জানুয়ারি, ২০২৫) ট্রাকটি মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুনদহ ব্রীজ এলাকায় পৌঁছিলে ডাকাতদল একটি ট্রাক নিয়ে ওই ট্রাকটির গতিরোধ করে। মহিষ বোঝাই ট্রাকের চালক, হেলপার, রাখাল ও তিন ব্যবসায়ীকে ধারালো অস্ত্রে আঘাত করে ও প্রাণনাশের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মুখে আঠালো টেপ লাগিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। পরে তাদের ডাকাত দলের আনা ট্রাকে উঠায় এবং ভোর ৫টার দিকে বগুড়ার মাটিডালি বাইপাস রোডের জয়বাংলা নামক স্থানে নামিয়ে রেখে চলে যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আটক ৩ ব্যক্তি দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তাদেরকে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই