শিরোনাম

শাহজাদপুরে ডুবে যাওয়া নৌকা খুঁজতে গিয়ে স্থানীয় ডুবুরি নিখোঁজ।- Chief TV News

 


মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।


সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের, চরাচিতুলিয়া গ্রামের পাশে বড়াল নদীতে ডুবে যাওয়া নৌকা খুজতে গিয়ে পানিতে ডুব দিয়ে আর পারে ফিরে আসেনি আব্দুল মজিদ ( ৪০) নামে একজন ডুবুরি।

নিখোঁজ আব্দুল মজিদের বাড়ি একই ইউনিয়নের নুকালী গ্রামে, এলাকাবাসীর সাথে কথা বলে যানাযায়, গতকাল ০৪/০২/২০২৫ বালু ভর্তি একটি ট্রলার পারে ভিরাতে গিয়ে ডুবে যায়, আজ ০৫/০২/২০২৫ ডুবে যাওয়া ট্রলার মালিক এলাকার স্হানীয় ডুবুরি আব্দুল মজিদ কে খবর দেয়, নিখোঁজ আব্দুল মজিদ আজ বেলা ১১টার দিকে ট্রলারটি উদ্ধার করার জন্যে রশি নিয়ে ট্রলারে বাধার জন্যে ডুব দেয় পরবর্তিতে তিনি আর ফেরত আসেনি।

ঘটনার সাথে সাথে এলাকাবাসি বাঘাবাড়ি নৌবন্দর ফায়ার সার্ভিসকে খবর দেয়, তৎক্ষণাৎ বাঘাবাড়ি নৌবন্দর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়, এবং দীর্ঘ ৪০ মিনিট খোঁজাখুঁজির পরেও নিখোঁজ আব্দুল মজিদে কোন খোঁজ না পাওয়ায় পরবর্তীতে রাজশাহীর একটি ডুবুরি টিমকে খবর দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত নিখোঁজ আব্দুল মজিদের কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ আব্দুল মজিদের পরিবারের উপর শোকের ছায়া নেমে এসেছে।


কোন মন্তব্য নেই