গৌরীপুরে এক কিশোরীর আত্মহত্যা - Chief TV News
ময়মনসিংহের গৌরীপুরে গলায় শাড়ী পেছিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে পাপড়ি (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা সদরের কালীপুর মধ্যমতরফ এলাকায় এই ঘটনা ঘটে। সে উক্ত এলাকার আ: রহিমের কন্যা এবং নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
পুলিশ জানায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের কালীপুর মধ্যমতরফ এলাকায় নিজ বাসার বসত ঘরের সিলিং ফ্যানের সাথে জর্জেট শাড়ী দিয়ে ঝুলে আত্মহত্যা করে পাপড়ি। এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মানসিক সমস্যা ছিল বলে জানা যায়। তদন্ত সাপেক্ষে আত্মহত্যার কারণ জানা যাবে।
কোন মন্তব্য নেই