শাজাহানপুরে কাবাষট্রি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্পোর্টিং ক্লাব - Chief TV News
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে কাবাষট্রি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবু হোরায়রা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার বিকেলে গোহাইল কাবাষট্রি দাখিল মাদ্রাসা মাঠে হোরায়রা স্পোর্টিং ক্লাব বনাম আল দূসারী স্টাইগার ক্লাব ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে।
ফাইনাল খেলায় খেলায় ৩-০ গোলে আল দূসারী স্টাইগার ক্লাবকে পরাজিত করে আবু হোরায়রা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
কোন মন্তব্য নেই