ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার নির্দেশে হামলা, পা ভাঙলো মারুফের আঘাতে - Chief TV News
মোহাম্মদ রায়হান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন ৫০ বছর বয়সী এক নারী, আলেয়া বেগম। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নির্দেশে মারুফ নামে এক যুবকের হামলায় গুরুতর আহত হন তিনি ও তার পরিবারের সদস্যরা।
গত ৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০ মিনিটে, ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আলেয়া বেগমের পরিবার ও লুৎফর রহমানের পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ওই দিন দুপুরে আলেয়া বেগম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলার একপর্যায়ে মারুফ আলেয়া বেগমকে ধরে গাছের সঙ্গে আছাড় দেন, যার ফলে তার একটি পা ভেঙে যায়।
আলেয়া বেগমের পরিবারের সদস্যরা জানান, হামলার পরও লুৎফর রহমান ও তার সহযোগীরা তাদের হুমকি দিয়ে যাচ্ছেন, যাতে তারা আইনের আশ্রয় নিতে না পারে। তাদের অভিযোগ, পূর্বের পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে লুৎফরের পক্ষের লোকজন প্রায়ই তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল।
এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার চায় এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
কোন মন্তব্য নেই