ঐতিহাসিক ৭ মার্চ আজ - Chief TV News
আজ ঐতিহাসিক ৭ মার্চ বাংলাদেশ ও বাঙালি জাতির জীবনে দিনটি চির অম্লান, অমলিন। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দেন। তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া সেই ভাষণ বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়।
বাঙালির জাতীয় জীবনে অবিস্মরণীয় ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার আগে প্রায় প্রতিটি দিনই ছিল ঘটনাবহুল। তার মধ্যে ৭ মার্চ অন্যতম। এদিন রেসকোর্স ময়দানে মুক্তিকামী বাঙালির উদ্দেশে যুদ্ধ-প্রস্তুতির ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দরাজ কণ্ঠে বলে ওঠেন– ভাইয়েরা আমার, আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বঙ্গবন্ধু জনগণকে সাহস দেখান যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
ইতিহাসের এই দিনে সেই ভাষণের মাধ্যমে পাকিস্তানের ২৩ বছরের বঞ্চনা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের ইতিহাসসহ মুক্তিকামী মানুষকে উজ্জীবিত-অনুপ্রাণিত করেছিলেন শেখ মুজিব।
ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ৭ মার্চের ভাষণকে মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম-এর মতো বিখ্যাত ভাষণের সঙ্গে তুলনা করা হয়। এছাড়া এ ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে।

কোন মন্তব্য নেই