শিরোনাম

ক্ষমা চাইলেন লক্ষ্মীপুরে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো সেই সভাপতি - Chief TV News

 


লক্ষ্মীপুরে খাবার হোটেলে কয়েকজনকে প্রকাশ্যে কান ধরে উঠবস করানো বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ ক্ষমা চেয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে জেলা পুলিশের হস্তক্ষেপে সদর থানা এলাকায় ভুক্তভোগী দু’জনের কাছে ক্ষমা চান তিনি।

ক্ষমা চাওয়ার সেই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী দু’জনকে দু’পাশে রেখে অভিযুক্ত আব্দুল আজিজ বলছেন, রমজানের পবিত্রতা রক্ষায় এমনটা করেছি। নিজের ভুল বুঝতে পেরেছি। এসময় এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও অঙ্গীকার করেন তিনি।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, আজিজকে থানায় আটক করে আনা হয়েছিল, এসময় ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেয়া হয়। তবে ভুক্তভোগী কেউ তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।

এর আগে, গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা রোড এলাকায় কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে বণিক সমিতি নেতা আজিজ লাঠি হাতে অভিযান চালায়। এসময় কয়েকজন যুবক-বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় প্রকাশ্যে কান ধরে উঠবস করতে বাধ্য করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় সংবাদ প্রকাশিত হলে রাতেই সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।


কোন মন্তব্য নেই