শিরোনাম

শেরপুরে ২ টি অবৈধ ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত - Chief TV News

 



শাওন আহাম্মেদ শ্রীবরদী শেরপুর প্রতিনিধি


শেরপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে আরও ২ টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীবরদী উপজেলার ৩ নং কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মেসার্স একতা জিগজ্যাগ ব্রিকস এবং মনিরা জিগজ্যাগ অটো ব্রিকসে ওই ভাংচুর করা হয়। এ নিয়ে গত কয়েকদিনে জেলার মোট ১৫ টি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হলো।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। ওইসময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানকালে অবৈধভাবে ভাটা পরিচালনার জন্য মেসার্স একতা জিগজ্যাগ ব্রিকস এবং মনিরা জিগজ্যাগ অটো ব্রিকসের চিমনি বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা-উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, পিডিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিক জানান, রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর আলোকে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই