লিভারপুলকে কাঁদিয়ে সাত দশক পর ঘরোয়া ফুটবলের শিরোপা জিতল নিউক্যাসেল - Chief TV News
ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে ৭০ বছর পর ঘরোয়া ফুটবলের ট্রফি জিতেছে নিউক্যাসল ইউনাইটেড। ১৯৫৫ সালে এফএ কাপ জেতার পর ইল্যান্ডের ঘরোয়া ফুটবলে এটাই তাদের প্রথম শিরোপা।
রোববার (১৬ মার্চ) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দু’দল।
ম্যাচে বল পজেশনে এগিয়ে ছিলো লিভারপুল। কিন্তু আক্রমনের সংখায় আধিপত্য দেখায় নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত। ট্রিপিয়ার নেয়া কর্নারে, দারুন হেডারে নিউক্যাসলকে এগিয়ে দেন বার্ন। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় নিউক্যাসেল।
দ্বিতিয়ার্ধের সপ্তম মিনিটে নিউক্যাসল স্ট্রাইকার ইসাকের গোল বাতির হয় অফসাইডে। কিন্তু এক মিনিট বাদে আবারও লিভারপুলের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন সুইডিস তারকা ইসাক। নিউক্যাসল ভক্তরা যখন শিরোপ উৎসব শুরু করেছে তখন ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে এক গোল শোধ দেন লিভারপুলের ইতালিয়ান ফরোয়ার্ড ফেড্রিকো কিয়েসা।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ৭০ বছর পর শিরোপা জয়ের স্বাদ পায় নিউক্যাসল।
কোন মন্তব্য নেই