শিরোনাম

বেগুনবাড়ি ইউনিয়নে ছাত্রদলের মানববন্ধন: নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি- Chief TV News

 


মোহাম্মদ রায়হান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ১৯নং বেগুনবাড়ি ইউনিয়ন শাখা, দানার হাট মাদ্রাসা শাখা ও বেগুনবাড়ি মাদ্রাসা শাখা ছাত্রদলের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, "নারীদের প্রতি সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনা সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির প্রয়োজন, যাতে সমাজে নিরাপত্তা ফিরে আসে। আমরা ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবি জানাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায়।
এছাড়া বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, নারী অধিকার কর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই