বেগুনবাড়ি ইউনিয়নে ছাত্রদলের মানববন্ধন: নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি- Chief TV News
মোহাম্মদ রায়হান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ১৯নং বেগুনবাড়ি ইউনিয়ন শাখা, দানার হাট মাদ্রাসা শাখা ও বেগুনবাড়ি মাদ্রাসা শাখা ছাত্রদলের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এছাড়া বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, নারী অধিকার কর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই