হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের - Chief TV News
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৫ মার্চ) মধ্যরাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন হামলায় আহতরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, কমিটি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যা নিরসনের জন্যই সারজিস আলমের সঙ্গে আলোচনা চলছিল। এমন সময়ই পরিকল্পিতভাবে ৪০ থেকে ৫০ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করে।
এ ঘটনায় হেনস্তা হন সারজিস আলম। হামলাকারীদের কয়েকজন ছাত্রদল করে বলে পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেন আহতরা।
এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, হামলাকারী যেই হোক তারা কোনো দল বা মতের হতে হতে পারে না। তাদের পরিচয়, তারা সন্ত্রাসী। এসব সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে। এ হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তারা।
কোন মন্তব্য নেই