শিরোনাম

চট্টগ্রাম মিরসরাইয়ে বারইয়ারহাট বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা - Chief TV News

 


সাকিব চৌধুরী চট্টগ্রাম


পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং অভিযান পরিচালনা করছে মিরসরাই উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বারইয়ারহাট বাজারে বাজার মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

অভিযানকালে হাজী কামাল স্টোর, শাহাবুদ্দিন স্টোর ও জসিম ব্রাদার্স নামক তিনটি মুদি দোকানে মূূল্য তালিকা হালনাগাদ না থাকায় মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপশি হেভেন বেকার্স নামক একটি বেকারী ও মিষ্টির দোকানে দধি ও মিষ্টান্নর প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সকল দোকান মালিককে ন্যায্যমূল্যে পন্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদানের পাশাপাশি রমজানকে উপলক্ষ্য বানিয়ে অন্যায্য দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়।
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মিরসরাই উপজেলা প্রশাসনের এই বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।

কোন মন্তব্য নেই