শিরোনাম

অন্তঃসত্ত্বা স্ত্রীর জন্য ঝালমুড়ি আনতে গিয়ে লাশ হলেন স্বামী - Chief TV News

 



গাজীপুরের কালীগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীর আবদারে ঝালমুড়ি কিনতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন স্বামী কিরণ চন্দ্র মন্ডল। শুক্রবার (২৭ আগস্ট) রাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় শোকে মূর্ছা যাচ্ছেন নিহতের স্ত্রী রিতা রানী মন্ডল।

নিহত কিরণ চন্দ্র মন্ডল (৩০) উপজেলার ধনপুর গ্রামের মৃত অধর চন্দ্র মন্ডলের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিল। এ সময় তাকে বাচাঁতে গিয়ে অটোচালক আবুল কাশেম এবং কিরণের ভাতিজা তৃতীয় শ্রেণির ছাত্র বিশ্বাস মন্ডলও গুরুতর আহত হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে কিরণ চন্দ্র কিশোরগঞ্জের রিতা রানী মন্ডলকে পারিবারিকভাবে বিয়ে করেন। তিন মাসের অন্তঃসত্ত্বা নববধূ ঝালমুড়ি খেতে চাইলে স্বামী কিরণ অটোরিকশায় চড়ে দোকানের দিকে রওনা হয়। কিন্তু, সেই অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে যায় সে। এ সময় তার ভাতিজা তাকে অটোরিকশার আটকে থাকতে দেখে কাছে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে মেইন সুইচ বন্ধ করে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরই কিরণ মন্ডল মারা যায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই