শিরোনাম

ভোলায় গণধ*র্ষণ ও প‌র্নোগ্রা‌ফি মামলার আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার - Chief TV News

 


ভোলায় গণধর্ষণ ও প‌র্নোগ্রা‌ফি মামলার আসামি মো. শরীফকে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব-৮। মঙ্গলবার (১১ মার্চ) ভোররাতে ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার প‌ক্ষিয়া এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লে. মো: শাহ‌রিয়ার রিফাত অভি তথ্যটি নি‌শ্চিত ক‌রে জানান, গ্রেফতার হওয়া আসামি শরীফ ঢালচর ইউনিয়‌নে গণধর্ষণ ও প‌র্নোগ্রা‌ফি মামলার আসামি। তিনি ভোলার চরফ্যাশন উপ‌জেলার দ‌ক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বা‌সিন্দা।

মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, গত ৬ মার্চ ২০২৪ সা‌লে মামলার এজাহার ভুক্ত আসামিরা ১৯ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ ক‌রে ভি‌ডিও ধারণ ক‌রে। ঘটনার এক বছর প‌র আসামি শরীফ নি‌জের ফেসবুক আইডিতে ভি‌ডিওটি আপলোড ক‌রেন। প‌রে শরীফসহ ৫ জনের বিরু‌দ্ধে দ‌ক্ষিণ আইচা থানায় চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা করে ভুক্তভোগী।


কোন মন্তব্য নেই