শিরোনাম

বকশীগঞ্জ বাট্টাজুর ইউনিয়নে মেসার্স মামুন এন্টারপ্রাইজের টিসিবি পণ্য বিতরণ হচ্ছে- Chief TV News

 



বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।


জামালপুরের বকশীগঞ্জের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান মেসার্স মামুন এন্টারপ্রাইজ সম্প্রতি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার সাধারণ মানুষের কাছে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে সক্ষম হয়েছে।

৮ই মার্চ (শনিবার) মেসার্স মামুন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এসময় পন্য বিতরণে তদারকির দায়িত্বে উপস্থিত ছিলেন, এ কে এম কামরুজ্জামান (সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা)। প্রতিষ্ঠানটি টিসিবির চাল, ডাল, চিনি, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য স্থানীয় বাজারে নিয়মিত সরবরাহ করছে। এতে করে এলাকার সাধারণ মানুষ ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারছেন এবং বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

মেসার্স মামুন এন্টারপ্রাইজের কর্ণধার মোঃ জহুরুল হক জানান, "আমরা টিসিবির পণ্য বিতরণের মাধ্যমে এলাকার মানুষের সেবা করার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হলো ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা। তিনি আরও বলেন, "এই উদ্যোগে স্থানীয় প্রশাসন এবং টিসিবির সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে।" এলাকাবাসীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, মেসার্স মামুন এন্টারপ্রাইজের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া সহজ হয়েছে এবং এতে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের খরচ কমেছে।
মেসার্স মামুন এন্টারপ্রাইজের এই উদ্যোগ বকশীগঞ্জের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি আগামীতেও টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।


কোন মন্তব্য নেই