ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ২৫ প্রাণহানি - Chief TV News
ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ২৫ জনের প্রাণ গেছে। আহত অর্ধশতাধিক। হামলার মূল টার্গেট ছিল দোনেৎস্ক, খারকিভ ও ওডেসা। আক্রান্ত বহু বাড়িঘর, বেসামরিক স্থাপনা।
শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, দোনেৎস্কে ছোড়া দু’টি ব্যালিস্টিক মিসাইল আটটি আবাসিক ভবন ও একটি শপিং সেন্টারে আঘাত করেছে। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। আহত হয় আরও ৪০ জন। এদের মধ্যে ৬ শিশুও রয়েছে।
খারকিভের বোহোদুখিভে নিহত হয়েছে তিনজন। সেখানে, জরুরি বিভাগের উদ্ধারকারী দলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতে কিয়েভের ছোঁড়া ৩১টি ড্রোন ভূপাতিত করেছে তারা। সম্প্রতি, যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা বন্ধ করায় ব্যাপক চাপে ইউক্রেন।

কোন মন্তব্য নেই