শাহজাদপুরে পুলিশের অভিযানে দেশি-বিদেশি মদসহ পাথর বোঝাই ট্রাকজব্দ, আটক ২ - Chief TV
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশী মদ, বেয়ার ও ফেন্সিডিল জব্দ করেছে শাহজাদপুর থানা পুলিশ।
সোমবার রাত ৯ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের সামনে হালুয়াঘাট এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- ঢাকার সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাক চালক সাদ্দাম হোসেন ও একই থানার দক্ষিণ দারিয়াপুর মহল্লার শামছুল আলমের ছেলে শরিফ আলম।
এসময় ট্রাকে থাকা চার বোতল বিদেশী মদ, চারটা বেয়ার ও ২২বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শাহজাদপুর থানার (ওসি) আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ আসলাম আলী বলেন, বুড়িমারী সীমান্ত থেকে ট্রাকটি পাথর নিয়ে ঢাকার সাভারে যাচ্ছিল। পরে এক গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে মাদকসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই