শিরোনাম

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়েই ওয়ার্ড কাউন্সিলরের প্রচার-প্রচারণা শুরু - Chief TV - চিফ টিভি

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়েই ওয়ার্ড কাউন্সিলরের প্রচার-প্রচারণা শুরু - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

ইমরান আকন্দ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতীক হাতে পেয়েই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থীরা।

২৩ শে ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ১২ টায় জামালপুর নির্বাচন কমিশন অফিসে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রত্যেক প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে তাদের প্রতীক দেন। 

এর আগে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৪জন, সাধারণ কাউন্সিলের পদে ২৮জন, তিনটি সংরক্ষিত মহিলা আসনে ১১ জন মোট ৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রত্যেক প্রার্থী যাচাই-বাছাই শেষে ২৩ শে ফেব্রুয়ারি সবাই নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন পানির বোতল মার্কা প্রতীক পান। এতে ৭ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর মধ্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। আবাল-বৃদ্ধা-বনিতা ছোট শিশুদের তার প্রতীক হাতে শহরের বিভিন্ন রাস্তায় নির্বাচনের প্রচারণা এবং আনন্দ মিছিল করতে দেখা যায়। 

এলাকাবাসী থেকে জানা যায়, মোঃ আনোয়ার হোসেন একজন সৎ যোগ্য এবং পরোপকারী ব্যক্তি। তারা সবাই দোয়া করেন যাতে তাদের যোগ্য প্রার্থী হিসেবে কাঙ্ক্ষিত পদ পেয়ে এলাকাবাসীর সেবা করেন।

কোন মন্তব্য নেই