সোনামুখীতে এম মনসুর আলী স্মৃতি ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মাহমুদুল হাসান (শুভ), কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ভাষা শহিদদের স্মরণে সিরাজগঞ্জের কাজিপুরে শহিদ এম মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোনামুখীর স্বনামধন্য প্রতিষ্ঠান নবজাগরনী ক্রীড়া সংঘ এই খেলার আয়োজন করে।
বুধবার ২১শে ফেব্রুয়ারি বিকেলে সোনামুখী হাই স্কুল মাঠে ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কাজিপুর মাস্টার্স স্পোর্টিং ক্লাব। তারা গুডমর্নিং শেরপুর ভলিবল ক্লাবকে পরাজিত করে।
যুবসমাজকে মাদক এবং সন্ত্রাসমুক্ত রাখা এবং মহান মুক্তিযুদ্ধ ও ভাষা শহিদদের সম্পর্কে যুবকদের জানানোর জন্যেই ভাষার মাসে প্রতিবছর এই খেলার আয়োজন করা হয়।
এতে করে এলাকার মানুষ একদিকে যেমন নির্মল আনন্দ লাভ করে তেমনি নানা অপরাধ প্রবণতা থেকে তারা দূরে থাকে। এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন নবজাগরণী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এই খেলার রুপকার মোঃ আবু তালেব। নকআউট পদ্ধতির এই খেলায় আটটি দল অংশ নিয়েছিল।
খেলার ধারা বর্ণণায় ছিলেন সহকারি অধ্যাপক ও সাংবাদিক আব্দুল জলিল এবং সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুন।
সার্বিক সহযোগিতায় ছিলেন খেলা কমিটির সভাপতি ইউনুস উদ্দিন সাধারণ সম্পাদক পলাশ বাবু রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দীন মাষ্টার, সিনিয়র সহকারী জজ মোঃ রাসেল মাহমুদ, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সিরাজগঞ্জ সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মনিরুল ইসলাম, সঞ্চালনায় এটিও আমিনুল ইসলাম, সোনামুখীর ব্যাংক এশিয়ার পরিচালক শহিদুল ইসলাম, আনিসুর রহমান অনুকুল, তারেক স্বপন কুমার প্রমূখ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন প্রকৌশলি তানভীর শাকিল জয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ১।
কোন মন্তব্য নেই