শাজাহানপুরে মহাসড়কে কাঁচামালের ট্রাক আটকিয়ে খাজনা দাবী করায় আটক ৩ - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে কাঁচামালের ট্রাক আটকিয়ে খাজনা দাবী করায় হাট ইজারাদারের ৩ জনকে আটক করেছেন বগুড়া র্যাব-১২।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়াবাজার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল হতে ইজারাদারের অজ্ঞাত খাজনা আদায়কারী অনেকেই পালিয়ে যান।
আটককৃতরা হলেন, উপজেলার নয়মাইল ও আড়িয়া বাজার হাট ইজারাদারের পক্ষে মিনহামিদ, রেজা ও মাসুদ রানা নামে তিন ব্যক্তিকে শাজাহানপুর থানা পুলিশের উপস্থিতিতেই আটক করেন বগুড়া র্যাব-১২। এসময় ঘটনাস্থলে থানার এসআই রেজা সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।
জানাগেছে, এক আলু ব্যবসায়ী সরাসরি মাঠ থেকে কৃষকের আলু ক্রয় করে ট্রাকে ঢাকার বাজারে নেয়ার পথে মহাসড়কে আটক করে ইজারাদারের বেশকিছু লোকজন। এমতাবস্থায় ইজারাদারের লোকজন ট্রাক ড্রাইভারের নিকট খাজনা বাবদ মোটা অঙ্কের টাকা দাবী করেন। ট্রাক ড্রাইভার খাজনার টাকা দিতে না পারায় আলু বোঝাই ট্রাক দীর্ঘ সময় আটকিয়ে রাখে। পরে ড্রাইভার ওই আলু ব্যবসায়ীকে খবর দেন।
পরে বিষয়টি শাজাহানপুর থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে আসে। আদায়কারীরা থানা পুলিশকেও পাত্তা না দেয়ায় ভূক্তভোগী ব্যবসায়ী স্থানীয়দের সহায়তায় ঘটনাটি র্যাব-১২ বগুড়াকে অবগত করেন। পরে বগুড়া র্যাব-১২ ঘটনাস্থল হতে ইজারাদারদের তিন জনকে আটক করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত প্রায়ই শতাধিক কৃষক খাজনা আদায়কারীদের আটক করায় আইন শৃংখলা বাহিনীর ভূয়সী প্রশংসা করে তাদের শাস্তির দাবী জানান।
এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনী প্রক্রিয়া চলছিল।

কোন মন্তব্য নেই