শিরোনাম

সারিয়াকান্দিতে ১২শ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন - সাহাদারা মান্নান এমপি - Chief TV - চিফ টিভি

সারিয়াকান্দিতে ১২শ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন - সাহাদারা মান্নান এমপি - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

 সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে গরীব অসহায়  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কুতুবপুর হাইস্কুল মাঠে কুতুবপুর, চন্দনবাইশা, কর্ণিবাড়ী, বোহাইল, কামালপুর ও ভেলাবাড়ী ৬টি ইউনিয়নে ১২শ' গরীব অসহায় শীতার্তদের মাঝে এ বিতরণ করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। 

কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ পুত্র ও বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী প্রমুখ। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: জাকির হোসেনের সঞ্চালনায় চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন্নবী হিরু, সাধারণ সম্পাদক মিলন মিয়া, কর্ণিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুহিন মন্ডল, সাধারণ সম্পাদক এস ডি উজ্জ্বল শিপন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী দলীয় লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উল আলম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হেলাল, ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম পুটু, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সোলায়মান আলী সহ বিভিন্ন পর্যায়ে সহযোগী সংগঠনের নেতৃত্ব বৃন্দ  উপস্থিত ছিল।

কোন মন্তব্য নেই