শিরোনাম

ধুনটে বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়া দুই পরিবারকে আর্থিক সহযোগিতা - Chief TV - চিফ টিভি

 

ধুনটে বিদ্যুৎ স্পর্শে মারা যাওয়া দুই পরিবারকে আর্থিক সহযোগিতা - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার ধুনটে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু বরণকারী দুই পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার (১০ ফেব্রুয়ারী) সংগঠনের ধুনট উপজেলা শাখার পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়। 

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মঙ্গলবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের নুর ইসলামের ছেলে জেল হোসেনের বাড়িতে টিউবওয়েল মেরামতের কাজ চলছিল। এমন সময় অসাবধানতা বসত বিদ্যুৎ স্পর্শে মৃত মওলা বক্সের ছেলে টিউবওয়েল মিস্ত্রি রহিম বক্স ও নুর ইসলামের ছেলে কলেজ শিক্ষার্থী জেল হোসেনের মৃত্যু হয়।

ওই গ্রামের মৃত্যুবরণ কৃত দুই পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানকালে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন আমীর মাওলানা নজরুল ইসলাম। সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার আমীর মাওলানা আমিনুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা নায়েবে আমীর টি,এম রফিকুল ইসলাম দুলাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল কারিম, ইউনিয়ন সেক্রেটারি পল্লী চিকিৎসক শাহজালাল। এসময় মাওলানা নুহুজ্জামান, মোহাব্বত আলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই