শিরোনাম

সোনাতলায় বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

সোনাতলায় বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি শনিবার সকালে অত্র বিদ্যালয়ের মাঠে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষের হাতে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। এছাড়াও সকল অতিথিদের সন্মাননা উপহার প্রদান করা হয়।

বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জনপদের কৃতি সন্তান সোনাতলা সারিয়াকান্দির মাটি ও মানুষের অহংকার প্রয়াত এমপি জননেতা আব্দুল মান্নান ও তার সহধর্মিণী বর্তমান এমপি সাহাদারা মান্নান এর সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল।

বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা মোছাঃ অনিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেন।

এসময় উপস্থিত ছিলেন, মধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসিম কুমার জৈন নতুন, তরিকুল আলম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজার রহমান শিপলু, জোড়গাছা ইউনিয়নের সাবেক মেম্বার আঃ মান্নান, বয়ড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল হালিম, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ নাজিরুল ইসলাম, মিজানুর রহমান, আশরাফুল আলম, হাবিল মিয়া, মোছাঃ শাপলা আক্তার, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের টেড ইন্সট্রাকটর মোনারুল ইসলাম, আঃ রাহাত, গোলাম রব্বানী, নাসির উদ্দিন, আঃ সোবাহান, মাহবুবুর আলম খাঁন, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও সকল শিক্ষার্থী প্রমূখ।

আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এ বছরে বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের মোট ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ। এছাড়াও উক্ত পরীক্ষায় বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজ থেকে শতভাগ ফলাফল উপহার দেয়ার আশা ব্যক্ত করেন তিনি।

কোন মন্তব্য নেই