শিরোনাম

বগুড়ায় ২১ বোতল ফেন্সিডিলসহ ভুয়া সাংবাদিক আটক - Chief TV - চিফ টিভি

বগুড়ায় ২১ বোতল ফেন্সিডিলসহ ভুয়া সাংবাদিক আটক - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতীকী

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২১ বোতল ফেন্সিডিলসহ তথাকথিত দৈনিক পীরগাছা পত্রিকার সম্পাদক সালমান হৃদয়কে (৩৫) গ্রেফতার করছে পুলিশ। 

সে বগুড়া সদর উপজেলার উত্তর ডেকড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আঃ সাত্তারের ছেলে ।

গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার সময় তাকে আটক করা হয়েছে। 

এ বিষয়ে মোঃ আব্দুর রাজ্জাক (অ্যাডিশনাল ডিআইজি) বলেন, সালমান হৃদয় দীর্ঘদিন ধরে বগুড়া সদর উপজেলাসহ আশেপাশের উপজেলায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এক গোপন  সংবাদের ভিত্তিতে জানতে পারে আটককৃত হৃদয় ৮নং গোকুল ইউনিয়ন পরিষদের আশে পাশে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। 

তাৎক্ষণিকভাবে মোঃ এবাদ আলী মোল্লা (পুলিশ পরিদর্শক) এর নেতৃত্বে একটি অভিযানিক দল নিয়ে সেখানে অভিযান চালালে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরোও বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। বর্তমানে সে মাদক মামলায় জেলে আছে।

কোন মন্তব্য নেই