শিরোনাম

ধুনটে আগুনে পুড়ে গৃহিণীর মৃত্যু - Chief TV - চিফ টিভি

ধুনটে আগুনে পুড়ে গৃহিণীর মৃত্যু - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতীকী

সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে শাড়ীতে আগুন লেগে হালিমা (৪০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে। সে উপজেলার গোসাইবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

জানা যায়, ২৮ ফেব্রুয়ারী  বুধবার  বিকাল অনুমানিক ৪ টার দিকে বসতবাড়ির রান্নাঘরে লাকড়ির চুলায় রান্না করার সময় অসাবধানতাবশত গৃহিণী হালিমার শাড়ীতে আগুন লাগে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়ায় নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বগুড়া সদর থানার এসআই (নিঃ) নুর জাহিদ জানান, মৃতদেহের সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, বুধবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়। সুরতহাল রিপোর্ট শেষে করে, কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই