শিরোনাম

পাঁচবিবিতে গোয়াল ঘরের সিঁধ কেটে নৈশ প্রহরীর ৩টি গরু চুরি - Chief TV - চিফ টিভি

পাঁচবিবিতে গোয়াল ঘরের সিঁধ কেটে নৈশ প্রহরীর ৩টি গরু চুরি - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা গ্রামের নৈশ প্রহরী শুকুর আলীর গোয়াল ঘরের সিঁধ কেটে ৩টি দেশীয় গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। গত ২৮ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গরু ৩টির আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন জানান, শুকুর আলী স্থানীয় আছিরিয়া দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী। তিনি প্রতিদিনের মত তার দুটি গর্ভবর্তী গাভী ও একটি বকনা গরু সন্ধ্যায় গোয়ালে রেখে বাড়ীর পাশে মাদ্রাসায়  ডিউটি করতে যায়। ঐদিন রাত ২টার পর কোন এক সময় চোরেরা তার গোয়াল ঘরের সিঁধ কেটে গরু ৩টি চুরি করে মাদ্রাসার অদূরে রাখা ভটভটিতে করে তুলে নিয়ে যায়। 

ঘটনার রাতে শুকুর আলী বুঝতে পারলেও ডেকোটরের মালামাল ওঠানামা করছে মনে করে গুরুত্ব দেন নাই। পরে সকালে বাড়ীতে গিয়ে দেখতে পান তার গোয়াল ঘরের সিঁধ কাটা ও গরু নেই।

বিষয়টি থানায় জানানো হলে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই