বগুড়ায় বাজারের ব্যাগের মধ্যে থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ১ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে মাদকদ্রব্য বিক্রয়ের সময় শ্রী সুমন ভৌমিক (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। সে কাহালু উপজেলার প্রদাবপুর গ্রামের বাসিন্দা সুশীল ভৌমিকের ছেলে ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার সময় গোপালপুর গ্রামে বাবলু সরকারে চাতাল থেকে তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, সুমন ভৌমিক দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলাসহ আশেপাশের উপজেলায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আটককৃত সুমন গোপালপুর গ্রামে বাবলু সরকারের চাতালের উপর মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে শেরপুর থানার এস.আই সাইফ আহমেদ এবং এ.এস.আই আল আমিনের নেতৃত্বে একটি অভিযানিক দল নিয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার হাতে থাকা সাদা প্লাষ্টিকের বাজারে ব্যাগের মধ্যে থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরোও বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই